
তুহিন হোসেন ।।
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে তাকে বেনাপোলের ডুবপাড়া গ্রামে থেকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
পুলিশ জানায়,গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের নুর ইসলামের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৩ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































