শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

ছবি: সংগৃহীত

যশোর ব্যুরো ।।

যশোরে সড়ক দুর্ঘটনায় রুস্তম মোল্লা (৫২) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আজ সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার দাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম মোল্লা বাঘারপাড়ার বহরমপুর গ্রামের বাসিন্দা।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে একজন মারা গেছেন। দশজনের মতো আহত হয়েছেন। যাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রুস্তম মোল্লা ভাই জয়নাল আবেদীন জানান, আজ সকালে যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে তার ভাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দাইতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছের সাথে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই বাসটির চালক রুস্তম মোল্লা মারা যান।

যশোর জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত রূপদিয়া এলাকার রবিউল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৬), মহিন উদ্দিনের মেয়ে নাইমা (১৩), মাহবুবুল ইসলামের মেয়ে মারিয়া (১৮) এবং আব্দুল মান্নানের ছেলে নাফিস ইসলাম (৩২) আহত হয়েছেন। তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস্ বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজনকে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

প্রকাশের সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

যশোর ব্যুরো ।।

যশোরে সড়ক দুর্ঘটনায় রুস্তম মোল্লা (৫২) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আজ সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার দাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম মোল্লা বাঘারপাড়ার বহরমপুর গ্রামের বাসিন্দা।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে একজন মারা গেছেন। দশজনের মতো আহত হয়েছেন। যাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রুস্তম মোল্লা ভাই জয়নাল আবেদীন জানান, আজ সকালে যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে তার ভাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দাইতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছের সাথে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই বাসটির চালক রুস্তম মোল্লা মারা যান।

যশোর জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত রূপদিয়া এলাকার রবিউল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৬), মহিন উদ্দিনের মেয়ে নাইমা (১৩), মাহবুবুল ইসলামের মেয়ে মারিয়া (১৮) এবং আব্দুল মান্নানের ছেলে নাফিস ইসলাম (৩২) আহত হয়েছেন। তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস্ বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজনকে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।