
প্রভাষক মামুনুর রশিদ ।।
শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা বঞ্চিত রাখার ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ আগস্ট) বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এতো মিথ্যা কথা, মিথ্যা অপপ্রচার এসব দিয়ে তারা প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। তাদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। হাজার হাজার মানুষ রাস্তায় চলছে ফিরছে কিন্তু শুধু শিক্ষা প্রতিষ্ঠানই খুলছে না। অর্থাৎ দেশের ভবিষ্যত প্রজন্ম যাতে শিক্ষা না পায় সে ব্যবস্থাই তারা করছে।
টিকার মজুত না থাকলেও গণটিকা কার্যক্রমের ঘোষণাসহ প্রতিনিয়িত মিথ্যাচার করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি।
১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনায় জিয়াউর রহমানকে নিয়ে তো প্রশ্নই উঠতে পারে না। এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকেরাই জাড়িত। সব ব্যর্থতা মাথায় নিয়ে আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে দেয়া উচিৎ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
নিজস্ব সংবাদদাতা 







































