
ঢাকা বূরো ।।
মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গুঁড়া মরিচ ও হলুদের প্যাকেটে করে হেরোইন পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । গ্রেফতার হওয়া নারীর নাম মোছা: পারভীন।
এ সময় তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ আগস্ট) গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদপুর থানার রায়ের বাজারের একজন মাদক ব্যবসায়ীর বাসায় হেরোইন আছে বলে গোপন তথ্য আসে আমাদের কাছে। সোমবার (২৩ আগস্ট) রাতে বাসায় অভিযান চালিয়ে পারভীনকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ সময় তার হেফাজত হতে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়কে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামী রংয়ের হেরোইন জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন জানান, তিনি একজন মাদক ব্যবসায়ী। তিনি ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় হেরোইন বিক্রয় করতেন।
পারভীনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান।
নিজস্ব সংবাদদাতা 






































