সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অদ্ভুত মিল নিয়ে চলে গেলেন বেনাপোলের দু’বন্ধু

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির লোগো

বেনাপোল প্রতিনিধি।।

কাজে কর্মে অদ্ভুত মিল এবং বন্ধুত্ব দু’জনের। বেনাপোলের নামাজগ্রামের একই পাড়ায় বেড়ে উঠে প্রবল বন্ধুত্ব নিয়ে। মৃত্যুর মধ্যদিয়ে পরপারে পাড়িদিলেন আবার একই সময়ে। অদ্ভুত মিল নিয়ে দু’বন্ধুর পথ চলার শুরু ৬৫ বছর আগে। ৩০ বছর আগে ট্রান্সপোর্ট ব্যবসায় নাম লেখায় দু’জন। গড়ে তোলে ট্রান্সপোর্ট মালিক সমিতি নামের একটি সংগঠন। সেই সংগঠন আজ ফুলে ফেঁপে একাকার।

প্রথমজনের নাম কামাল হোসেন উনি সভাপতির দায়িত্ব নিয়ে সেক্রেটারি হিসাবে বেছে নেন বন্ধু  আব্দুল মজিদ( মন্টু ডাক্তার) কে। এর পর রাজনীতির খাতায় একত্রে নাম লেখায় দু’জনে। প্রথমজন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি দ্বিতীয় জন সেক্রেটারি। এভাবেই সুখে দুঃখে  কেটেছে জীবনের অনেকগুলো বসন্ত। মাসখানেক আগে করোনার ছোবলে মৃত্যু বরন করেন কামাল হোসেন। বন্ধুর শোক বয়ে বেড়ানোর সপ্তাহখানেকের মধ্যে করোনা আক্রান্ত হয় ডাঃমন্টু। প্রায় ২০ দিন জীবনের সাথে কঠিন লড়াই করে ঢাকার একটি হাসপাতালে  চিরনিদ্রায় গেলেন তিনি। দু’জনে র একই সাথে চলে যাবার এই বিরল ঘটনায় বেনাপোল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।কেঁদে।

জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে

অদ্ভুত মিল নিয়ে চলে গেলেন বেনাপোলের দু’বন্ধু

প্রকাশের সময় : ০৭:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

বেনাপোল প্রতিনিধি।।

কাজে কর্মে অদ্ভুত মিল এবং বন্ধুত্ব দু’জনের। বেনাপোলের নামাজগ্রামের একই পাড়ায় বেড়ে উঠে প্রবল বন্ধুত্ব নিয়ে। মৃত্যুর মধ্যদিয়ে পরপারে পাড়িদিলেন আবার একই সময়ে। অদ্ভুত মিল নিয়ে দু’বন্ধুর পথ চলার শুরু ৬৫ বছর আগে। ৩০ বছর আগে ট্রান্সপোর্ট ব্যবসায় নাম লেখায় দু’জন। গড়ে তোলে ট্রান্সপোর্ট মালিক সমিতি নামের একটি সংগঠন। সেই সংগঠন আজ ফুলে ফেঁপে একাকার।

প্রথমজনের নাম কামাল হোসেন উনি সভাপতির দায়িত্ব নিয়ে সেক্রেটারি হিসাবে বেছে নেন বন্ধু  আব্দুল মজিদ( মন্টু ডাক্তার) কে। এর পর রাজনীতির খাতায় একত্রে নাম লেখায় দু’জনে। প্রথমজন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি দ্বিতীয় জন সেক্রেটারি। এভাবেই সুখে দুঃখে  কেটেছে জীবনের অনেকগুলো বসন্ত। মাসখানেক আগে করোনার ছোবলে মৃত্যু বরন করেন কামাল হোসেন। বন্ধুর শোক বয়ে বেড়ানোর সপ্তাহখানেকের মধ্যে করোনা আক্রান্ত হয় ডাঃমন্টু। প্রায় ২০ দিন জীবনের সাথে কঠিন লড়াই করে ঢাকার একটি হাসপাতালে  চিরনিদ্রায় গেলেন তিনি। দু’জনে র একই সাথে চলে যাবার এই বিরল ঘটনায় বেনাপোল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।কেঁদে।