সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ৭০ নেতা-কর্মীর আগাম জামিন

ঢাকা ব্যুরো।।ঢাকার চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৭০ নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন। একাধিক জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চ বুধবার তাদের জামিন মঞ্জুর করেন।

চন্দ্রিমা উদ্যানের ঘটনায় গত ১৭ আগস্ট শেরেবাংলা নগর থানায় পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে পুলিশের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।

বুধবার এসব আবেদনের উপর শুনানি নিয়ে হাইকোর্ট ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জনপ্রিয়

এই শীতে গাজরের উপকারিতা

বিএনপির ৭০ নেতা-কর্মীর আগাম জামিন

প্রকাশের সময় : ০৯:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

ঢাকা ব্যুরো।।ঢাকার চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৭০ নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন। একাধিক জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চ বুধবার তাদের জামিন মঞ্জুর করেন।

চন্দ্রিমা উদ্যানের ঘটনায় গত ১৭ আগস্ট শেরেবাংলা নগর থানায় পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে পুলিশের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।

বুধবার এসব আবেদনের উপর শুনানি নিয়ে হাইকোর্ট ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।