
নোয়াখালী প্রতিনিধি ।।
ভাসানচর ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালাতে সহায়তাকারী ৯ দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ভাসানচর ক্যাম্পে এপিবিএন সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে রোহিঙ্গা দালালরা আটক হন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নম্বর ক্লাস্টারের মো. আলমের ছেলে মো. জুবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের নূর ইসলামের ছেলে রেদোয়ান (২০), জাকির হোসেনের ছেলে মোহাম্মদ সালাম (৩১), ৭৭ নম্বর ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহমান (১৯), ৫১ নম্বর ক্লাস্টারের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), একই ক্লাস্টারের সৌরভ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে শফিউল্লাহ (২২), ৬ নম্বর ক্লাস্টারের আবু বক্করের ছেলে নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের হানিফার ছেলে মোহাম্মদ সালেহ (৪০)।
ওসি রফিকুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিজস্ব সংবাদদাতা 






























