
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)।। জামালপুর বকশীগঞ্জ থানা পুলিশ চরাঞ্চলে অভিযান চালিয়ে দুই মোবাইল চোরকে আটক করে। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিলাক্ষিয়া বাজারের একটি মোবাইল ফোনের দোকানের টিনের বেড়া কেটে ২১টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনায় অভিযোগ প্রাপ্তির পর থানা পুলিশ বিভিন্ন তথ্য ও সোর্সের মাধ্যমে মোবাইল চুরির ঘটনায় জড়িত ২ জনকে চরাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এবং ১৯ টি মোবাইল ফোন আসামিদের হেফাজত হতে আজ শুক্রবার সকালে উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল দোকানে চুরির ঘটনায় অভিযোগ পেয়ে দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে চুরিকৃত ১৯টি মোবাইলসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামিদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 






































