
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)।। জামালপুরের বকশীগঞ্জে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় তালতলা এলাকায় পানিতে ডুবে আজ শুক্রবার সকালে হামিদ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হামিদ সীমারপাড় তালতলা এলাকার হারুনুর রশিদের ছেলে।
এলাকার কয়েকজনের সঙ্গে ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার সকালে হামিদ বৃষ্টির পানিতে গোসল করতে নামে ও বৃষ্টির পানিতে খেলা করার এক পর্যায়ে বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে যায় সে।
পানিতে পরে তলিয়ে যায় সেখানেই মারা যায় হামিদ। অনেকক্ষন সময় বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে ওই পুকুর থেকে হামিদের লাশ দেখতে পায় পরে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মুন মুন জাহান লিজা ওই পরিবারকে ২০০০০/- টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় ইউএনও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
নিজস্ব সংবাদদাতা 







































