
যশোর ব্যুরো।।
যশোরে পুলিশের অভিযানে ৩৮৫০ পিস ইয়াবাসহ এক নারী আটক। রবিবার (২৯ আগস্ট) সদর উপজেলার মন্ডলগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মুমিনা খাতুন ওরফে কাজল (৪২) খুলনার দৌলতপুর উপজেলার দেয়ানা গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী। তিনি যশোর শহরের পাইপপট্টি এলাকায় বসবাস করেন।
জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন আকিজ পেট্রোল পাম্প সংলগ্ন মন্ডলগাতী সাকিনস্থ পিন্টু মিয়ার বাড়ির সামনে রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মুমিনা খাতুন ওরফে কাজলকে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে তিন হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। আটক কাজলের বিরুদ্ধে এর আগে দুইটা মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা মামলা করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































