
ইসমাইল ইমন, চট্রগ্রাম মহানগর প্রতিনিধি ।।
তুলসীধাম সড়কে বৈদ্যুতিক তারের উপর গাছ, ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা.. শিরোনামে একাধিক অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পর অবশেষে বোধোদয় হলো বিদ্যুৎ বিভাগের।
বৃহস্পতিবার ২রা সেপ্টেম্বর ভোররাত হতে প্রবল বর্ষণ ও বাতাস এর ফলে বৈদ্যুতিক তারের উপর ভেঙ্গে পড়া দীর্ঘদিনের গাছটির চাপে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা স্থানীয় বিদ্যুৎ কতৃপক্ষকে জানালে বেলা ১১ টার দিকে বিদ্যুৎ কতৃপক্ষের ষ্টাপ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থলে এসে ভেঙেপড়া গাছটি সরানোর উদ্যোগ নেন।স্হানীয় এলাকাবাসীও পথচারীরা জানান ভোর বেলায় পথচারী না থাকার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
চট্টগ্রামের নন্দনকানন বন বিভাগ ও বিটিসিএল ভবনের পাশ দিয়ে চলে যাওয়া তুলসীধাম মন্দির রোড একটি জনবহুল গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ দুই মাস পর উদ্যোগ নেওয়াটা দুঃখজনক যখন গাছটি ভেঙ্গে পড়েছিল তখনই কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার ছিল। পথচারীদের সাথে কথা বলে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ এই সড়ক টি দিয়ে কর্ম ব্যস্ত অসংখ্য মানুষের যাতায়াত। বিকেল বেলা শিশু কিশোররা ক্রিকেট বা ফুটবল খেলায় মেতে থাকে এই সড়কে।
স্থানীয় এলাকাবাসীরা জানান আপাতত সড়কটি ঝুঁকিমুক্ত, নিরাপদ। তবে সিটি এরিয়ার ভিতরে এইসব গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ বিভাগ সিটি কর্পোরেশনের তদারকি থাকা জরুরি।
নিজস্ব সংবাদদাতা 







































