
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)।।
জামালপুরের বকশীগঞ্জ মেরুরচর ইউনিয়নের পুরান আইরমারী গ্রামের উকিল মিয়া (৪৫)নামের এক ব্যাক্তির মাথায় গাছ পরে মৃত্যু হয়েছে।
নিহত উকিল মিয়া মেরুরচর ইউনিয়নের পুরান আইরমারী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে যানাযায়, শুক্রবার সকালে পুরান আইরমারী গ্রামে বাড়ীর পাশে নিহত উকিল মিয়া গাছ কাটতে গিয়েছিল । গাছ কাটার শেষ পর্যায়ে গাছে লাগানো রশি টান দিলে তার মাথার উপর গাছটি পরে যায় । তার বাড়ির লোকজন সেখান থেকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী জানান, হাসপাতালে আনার আগেই উকিল মিয়ার মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শফিকুল ইসলাম সম্রাট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিজস্ব সংবাদদাতা 







































