
যশোর প্রতিনিধি ।।
যশোরের মনিরামপুর উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রাম থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম” এর সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলো, আব্দুল্লাহ আল গালিব (২৪), মোঃ জাফর হোসেন ও শিমুল খান (২১), নাদির হোসেন (৩০), মুহাম্মদ আলী শেখ (২১), গোপন বৈঠক চলাকালে তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্রসহ ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-০৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৪ সেপ্টেম্বর) রাতে তাদের একটি অভিযানিক দল মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নে অভিযান চালিয়ে আনসার আল ইসলাম এর ৪ সদস্যকে গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্রসহ ১ টি ল্যাপটপ ও ০৫ টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছেন বলে র্যাব জানিয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































