
শাকিল খান (মানিকগঞ্জ) প্রতিনিধি।।
মানিকগঞ্জ জেলার হরিরামপুরে বন্যার পানিতে গোসলে নেমে নির্মলা দাস (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাঠগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে অবস্থিত কালভার্টের ওপর বসে গোসল করার সময় এ দুর্ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, গোসলের সময় স্রোতের টানে কালভার্টের ভেতরে চলে গেলে সেখানেই আটকা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
নিহত নির্মলা দাস বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত জিতেন দাসের স্ত্রী।
হরিরামপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান জানান, এক বৃদ্ধা পানির স্রোতে কালভার্টের ভেতরে ঢুকে যাওয়ার খবর পাই। পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব সংবাদদাতা 







































