
স্টাফ রিপোর্টার ।।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমৃত্যু আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীনতা পার্টি-জেএসপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু বলেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের বিকাশসহ এতদাঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে যে অবদান রেখে গেছেন, জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
বুধবার (৮ সেপ্টেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় তিন নেতার মাজার প্রাঙ্গনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশে সারাজীবন কাজ করেছেন। গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে এ মহান নেতার জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, শেরে বাংলা স্মৃতি পরিষদের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, মেজর (অব.) মফিজুল হক সরকার, দলের যুগ্ম মহাসচিব সি এম মানিক, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 







































