
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের কুখ্যাত মাদক সম্রাট সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বহুলা গ্রামের মোঃ আঃ রশিদ মিয়ার ছেলে মোঃ সৈয়দ আলী কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ!
পুলিশের সাড়াসী অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০সেপ্টেম্বর) ২১ ইং দুপুর ২ ঘঠিকায় আদালতের মাধ্যমে কুখ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলী কে কারাগারে প্রেরণ করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার এস. এম মুরাদ আলী র দিক নির্দেশনায়, সদর সার্কেল জনাব মাহফুজা আক্তার শিমুল এর তত্তাবধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুক আলীর নেতৃত্বে
এস,আই মোঃ জুয়েল সরকার, এস,আই সজিব মিয়া,এ এস,আই সোহেল দেব, এ,এস, আই, বিজু সিংহ সহ আফিসার ফোর্সের সহায়তায় গভীর রাতে অভিযান চালিয়ে মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত শহরতলীর বড় বহুলা গ্রামের কূ-খ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলী (৪৭),কে পিতা -আব্দুর রশিদ কে গ্রেরেফতার করেন।
মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর বিরুদ্ধে থানায় অন্ত্যত ১ ডজন মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী তিনি জানান
সদর থানাকে মাদকসহ নানা প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদদাতা 







































