
মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের অফিস উদ্বোধন ও নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের নতুন অফিস উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযাদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
পরে অফিসে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযাদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে কমিটির প্রথম সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনর সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগর সভাপতি বীরমুক্তিযাদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এসময় অন্যান্যর মধ্য বক্ততা করন, উপজেলা আওয়ামীলীগর সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযাদ্ধা মো আবুল কালাম আজাদ, সহ-সভাপতি একএম ফরিদ হাসন বাবু, উপজলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক শামসুল আলম সুফি প্রমুখ।
পরে নবগঠিত কমিটির পরিচিতি করানো হয়।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযাদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, দলের মধ্যে কোন বিরোধ সৃষ্টি করবেন না। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। অনেকেই দলীয় মনোনয়ন চাইতে পারেন, মনোনয়ন দেওয়ার মালিক জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
নিজস্ব সংবাদদাতা 







































