
যশোর ব্যুরো।। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে জাবির হোটেল ইন্টারন্যাশনালে সোমবার সকালে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি হেড ড. প্রকাশ চন্দ্র সাবু, হেড অফ ক্রেডিট রঞ্জিত গোগায়, ব্র্যাঞ্চ হেড মির্জা রোবায়েত হোসেন এবং যশোর চেম্বার অব কমার্সের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার সহসভাপতি ও ব্যবসায়ী নেতা এএসএম হুমায়ুন কবির কবু, মিজানুর রহমান মিজান, মতিয়ার রহমান, কে. জেড. সেলিম।
বৈঠকে যশোর জেলার ব্যবসায়িদের আমদানি-রফতানি বাণিজ্য বিষয়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যবসায়ী নেতা এএসএম হুমায়ুন কবির কবু ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে এগিয়ে আসার জন্য এবং দ্রæত যশোরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখা খোলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা দ্রুতই যশোরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখা খোলার বিষয়ে আশ্বস্ত করেন।
নিজস্ব সংবাদদাতা 




































