
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ২০ বোতল ডেনিস মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড,বাংলাদেশ(বিজিবি)।
এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়!
সোমবার(১৩ই সেপ্টেম্বর)২১ ইং বিকেলে গাঁজা ও মদ উদ্ধার করা হয়!
হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের ধর্মঘর ক্যাম্পের সুবেদার মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান,বিজিবি’র নিজস্ব গোয়েন্দা সদস্য মোঃ আলী হাসানের তথ্যের ভিত্তিতে ভারতীয় সীমান্তের ১৯৯৪/৪ এস পিলার হতে আনুমানিক ১শ’ত গজ বাংলাদেশ অভ্যন্তে মোহনপুর নামক স্থানে অভিযান চালিয়ে তারা উল্লেখিত গাঁজা ও মদ জব্দ করেন। বিজিবি’র অবস্থান টের পেয়ে চোরা-কারবারিরা পালিয়ে যায়।
সীমান্তে মাদক ও চোরা-চালানের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিজস্ব সংবাদদাতা 





































