
মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুরের বেজুরায় মাদক সেবন ও সংরক্ষনের অপরাধে আপন দুই ভাইকে কারাদণ্ড প্রদান।
মঙ্গবার (১৪সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে আপন দুই ভাইয়ের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক পাচারের দায়ে মোঃ লস্কর আলী (৩২) ও মোঃ মন্টু মিয়া (৩৮) পিতা মৃত খোরশেদ আলী গ্রাম বেজুড়া তাদেরকে দক্ষিণপাড়া গ্রামের রাস্তা থেকে আটক করে।
এবিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা জানান উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় একশত ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতার কৃত দুই ভাইয়ের প্রতিজনকে ০৩ (তিন) মাসের সাজা ও জনপ্রতি একহাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
নিজস্ব সংবাদদাতা 







































