
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জে বিতর্কিত এক নেতাকে দলে না রাখতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বাট্টাজোড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা বাট্টাজোড় জিন্নাহ বাজারে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুন্নাফকে তার বিতর্কিত কর্মকান্ডের জন্য দলে না রাখতে বিভিন্ন শ্লোগান দেন।
বাট্টাজোড় ইউনিয়নের একাধিক নেতা জানান, আবদুল মুন্নাফ খাদ্য বান্ধব কর্মসূচির চাল কেলেঙ্কারীর মামলার আসামি। এঘটনায় উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিস্কার করেছেন।
গত ৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। আবদুল মুন্নাফের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী হতাশ হয়ে পড়েন।
মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল করে তাকে দলে না রাখতে উপজেলা আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করেন নেতা কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা 







































