
বেনাপোল প্রতিনিধি ।।
বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে ট্রাকের ধাক্কায় রওশন আলী (২৫) নামে এক হেলপার নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রো নং ১৩-৬১৩৩ একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দী থানার সিরাজচর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল আলীর ছেলে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, ট্রাকের ধাক্কায় আহত অবস্হায় স্হানয়ীরা রওশন আলীকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রাকটি বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের হেফাজতে রয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































