
যশোর প্রতিনিধি।।
যশোর সদরের নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা জিনিয়া খাতুন মিম (১০) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার্থে প্রয়োজন অনেক টাকা। যা তার পরিবার এর পক্ষে এতো খরচ বহন করা সম্ভব নয়। এজন্য তার চিকিৎসার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার।
চলতি বছরের ১৫ মার্চ তার শরীরে ক্যান্সারের উপস্থিতি ধরা পড়ে।
বর্তমানে সে ন্যাশনাল ইনসটিটিউট অব ক্যান্সার রিসার্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। প্রতি ১৮ দিন পর পর তাকে কেমো দিতে হচ্ছে।
ডাক্তাররা বলছেন, তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন।
মিমের বাবা কামরুল ইসলাম একজন ভ্যানচালক। তার নিজের আয়ে সংসার চালানোই দুষ্কর। তিনি বলেন, বিভিন্ন জায়গায় ঘুরেও তিনি সন্তানের চিকিৎসার জন্যে কোনো টাকা-পয়সা ম্যানেজ করতে পারেননি।
এই অবস্থায় কামরুল ইসলাম সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে তার সন্তানের চিকিৎসার জন্যে সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্যে-
বিকাশ নম্বর: ০১৯৩৭ ৪৬৯৫৬৩
নিজস্ব সংবাদদাতা 







































