বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

শহিদ শেখ, মুন্সিগঞ্জ প্রতিনিধি।। 
মুন্সিগঞ্জে বুধবার  সকাল  ০৮.৩০ মিনিটের দিকে আলহে সুন্নত ওয়াল জামাত মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী২০ অক্টোবর  দহ্মিন  কোটগাও সুন্নি জামে মসজিদ সামনে থেকে। এক বিশাল জশনে জুলুস মিছিল মুন্সিগঞ্জ শহর কে প্রদহ্মীন করে পুরান বাস স্টেনশন দিয়ে ৭১ পতাকা চত্বর সংলগ্ন ময়দানে একত্তিত হয়ে  সমাবেশ ও কোটগাও সুন্নি জামে মসজিদ এর  বিতরে মিলাদ মাহফিল এর মাধ্যমে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। আলহে সুন্নত আল জামাত মুন্সিগঞ্জ জেলার সভাপতি জনাব সিরাজুল ইসলাম মুজ্জাদ্দেদীর সভাপতিত্বে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ  জেলার সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। অর্থ সম্পাদক জানাব মোঃ ইউনুস ভূয়া আক্তারী এর সঞ্চালনায় আরো উপস্তিথ ছিলেন। বিশেষ অতিথি মেয়র মুন্সিগঞ্জ পৌরসভা হজী মুহাম্নদ ফয়সাল বিপ্লব। মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান  জনাব মোঃ নাজমুল হাসান সোহেল।  দহ্মিন -কোটগাও সুন্নি জামে মসজিদ এর সভাপতি আলহাজ্ব মোঃ ফয়জাল হোসেন মিয়াজী। মুন্সিগঞ্জ পৌরসভার ১ংওয়ার্ডের কাউন্সিলর জানাব মৌঃ খাইরুল ইসলাম শেখ। আলহে সুন্নত আল জামাত মুন্সিগঞ্জ জেলা সিনিয়র উপদেষ্টা মাওলানা মনসুর আহমদ মোজ্জাদ্দেদী। আলহে সুন্নত ওয়াল জামাত মুন্সিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি জানাব মোঃ আওলাদ হোসেন প্রমুখ।
 বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

প্রকাশের সময় : ০৮:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
শহিদ শেখ, মুন্সিগঞ্জ প্রতিনিধি।। 
মুন্সিগঞ্জে বুধবার  সকাল  ০৮.৩০ মিনিটের দিকে আলহে সুন্নত ওয়াল জামাত মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী২০ অক্টোবর  দহ্মিন  কোটগাও সুন্নি জামে মসজিদ সামনে থেকে। এক বিশাল জশনে জুলুস মিছিল মুন্সিগঞ্জ শহর কে প্রদহ্মীন করে পুরান বাস স্টেনশন দিয়ে ৭১ পতাকা চত্বর সংলগ্ন ময়দানে একত্তিত হয়ে  সমাবেশ ও কোটগাও সুন্নি জামে মসজিদ এর  বিতরে মিলাদ মাহফিল এর মাধ্যমে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। আলহে সুন্নত আল জামাত মুন্সিগঞ্জ জেলার সভাপতি জনাব সিরাজুল ইসলাম মুজ্জাদ্দেদীর সভাপতিত্বে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ  জেলার সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। অর্থ সম্পাদক জানাব মোঃ ইউনুস ভূয়া আক্তারী এর সঞ্চালনায় আরো উপস্তিথ ছিলেন। বিশেষ অতিথি মেয়র মুন্সিগঞ্জ পৌরসভা হজী মুহাম্নদ ফয়সাল বিপ্লব। মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান  জনাব মোঃ নাজমুল হাসান সোহেল।  দহ্মিন -কোটগাও সুন্নি জামে মসজিদ এর সভাপতি আলহাজ্ব মোঃ ফয়জাল হোসেন মিয়াজী। মুন্সিগঞ্জ পৌরসভার ১ংওয়ার্ডের কাউন্সিলর জানাব মৌঃ খাইরুল ইসলাম শেখ। আলহে সুন্নত আল জামাত মুন্সিগঞ্জ জেলা সিনিয়র উপদেষ্টা মাওলানা মনসুর আহমদ মোজ্জাদ্দেদী। আলহে সুন্নত ওয়াল জামাত মুন্সিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি জানাব মোঃ আওলাদ হোসেন প্রমুখ।
 বার্তাকণ্ঠ/এন