
আজাদ খান, জামালপুর ব্যুরো।।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে জামালপুর পৌরসভার ফুলবাড়ীয়া দড়িপাড়া ‘র বি,এ,ডি,সি. মাঠে সদ্য খনন করা পুকুর থেকে সাজিদ নামে এক ছেলেকে স্হানীয় জনতার সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
ফায়ার সার্ভিসে অনেক আগে জানানো হলেও তারা সঠিক সময়ে ঘটনাস্হলে পৌছাতে ব্যার্থ হয়।
নিহত সাজিদ স্হানীয় পশ্চিম ফুলবাড়ীয়ার অবঃ ট্রাফিক সার্জেন্ট রফিকুল ইসলামের ৩য় সন্তান।
সাজিদ জামালপুরের সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণিতে পড়তো । নিহতের পরিবারের সাথে যোগাযোগে জানা যায় সাজিদ সাতার কাটতে জানতোনা।
বৃহত্তর জামালপুর শহরে ষ্টেডিয়াম মাঠ এবং ততসংলগ্ন জিলা স্কুল মাঠ ব্যাতিত এতো বড় এবং সুন্দর পরিবেশের আর কোনো খেলার মাঠ দ্বীতিয়টি শহরের কোথাও নেই।
যেখানে শরীর চর্চার পাশাপাশি ফুটবল ক্রিকেট নিয়ে মেতে থাকতো শহরের স্বাস্হ্য সচেতন কিশোর থেকে বৃদ্ধ গণ। এই খেলার মাঠটা বন্ধ হওয়ায় ক্রীড়া প্রেমি কিশোর যুবকরা ঝুঁকছে মাদক সহ নানা অসামাজিক কার্যকলাপে।
এই মাঠ শুধু খেলার মাঠই না, এখানে ঘরোয়া পরিবেশে বিনোদন মূলক অনুষ্ঠান কৃষি শিল্প বাণিজ্য মেলা, সার্কাস পুতুল নাচের মতো অনেক সামাজিক অনুষ্ঠান হয়েছে একাধারে কয়েক বছর।
সরকারি প্রয়োজনে সেই মাঠ টাকে বন্ধ করে খনন করা হয় পুকুরের।
পুকুরে উঠা নামা করার মতো সিঁড়ি না থাকায় (খাঁড়া ভাবে খনন করা) বড়রাও সাহস করে নামতে পারে না সেই গভীর পুকুরে। এ যেনো পুকুর নয় মৃত্যু কূপ।
বার্তাকণ্ঠ /এন
নিজস্ব সংবাদদাতা 







































