
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে অপহরণ এবং জোরপূর্বক ধর্ষণ ও সহায়তা মামলার এজাহার নামীয় আসামী মোঃ নজরুল ইসলাম (২০) কে গ্রেফতার করেছে র্যাব ৯ সিপিসি১ হবিগঞ্জ!
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের প্রচেষ্টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রীজ এলাকায় র্যাব-৯ এর অভিযানিক দলটি উপস্থিত হয়ে পরিকল্পনা পূর্বক প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ ওলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কিং এর ১নং গেইট এর সামনে হইতে শায়েস্তাগঞ্জ উপজেলা চন্ডিপুর গ্রামের মোঃ জিতু মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে র্যাব-৯ তৎপর রয়েছে বলে র্যাব সুত্রে জানা যায়!
মামলার সুষ্ঠু তদন্ত সহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মামলা নং- ২৭/৪১৬, তারিখ- ১৬/১০/২০২১ খ্রিঃ, ধারাঃ- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৭/৯(১)/৩০ ধারামূলে হস্তান্তর করা হয়েছে।
বার্তাকণ্ঠ /এন
নিজস্ব সংবাদদাতা 







































