
স্পোর্টস ডেস্ক।।আয়ারল্যান্ডকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠল নামিবিয়া। আজ শুক্রবার বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে স্কটিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে নামিবিয়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় কোনো ইভেন্টে এই প্রথম মূল আসরে খেলার টিকিট পেল নামিবিয়া।
শুক্রবার দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে কঠিন সমীকরণেল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানে ইনিংস গুটায় আয়ারল্যান্ড।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে সুপার ১২তে খেলা নিশ্চিত করে নামিবিয়া।
নিজস্ব সংবাদদাতা 





































