বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ ( জামালপুর)।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উপজেলা ভ্রাম্যমাণ আদালতের   হস্তক্ষেপে   এক মাদ্রাসা ছাত্রীর  বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সে সাধুরপাড়া দাখিল মাদ্রাসার  সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ সাধুরপাড়া ইউপির বাঙ্গালপাড়া   এলাকায় বাল্য বিয়েটি বন্ধ করেন উপজেলা  সহকারী কমিশনার( ভূমি) স্নিগ্ধা দাস ।
জানা যায়,  উপজেলার সাধুরপাড়া চরগাজীর পাড়া  গ্রামের কিরমত আলীর ছেলের সাথে প্বার্শবর্তী  এলাকার মো. আবুল বাশরের নাবালিকা মেয়ের বিয়ে ঠিক হয়।
বিয়ের সকল প্রস্তুতি শেষে শুক্রবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়  বিয়ের বাড়িতে উপস্থিত হন এবং মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ের সকল কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করে দেন। এ সময় ১৮ বছরের আগে তাদের মেয়েকে  আর বিয়ে দেবেন না মর্মে ভ্রাম্যমাণ আদালতের  কাছে লিখিত অঙ্গীকার করেন ছাত্রীর বাবা  এবং এসময় বাল্যবিয়ে দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ  আদালত মেয়ের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
বার্তাকণ্ঠ /এন
জনপ্রিয়

দেশের উদ্দেশ্যে বাসভবন ছাড়লেন তারেক রহমান

বকশীগঞ্জে এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

প্রকাশের সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ ( জামালপুর)।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উপজেলা ভ্রাম্যমাণ আদালতের   হস্তক্ষেপে   এক মাদ্রাসা ছাত্রীর  বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সে সাধুরপাড়া দাখিল মাদ্রাসার  সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ সাধুরপাড়া ইউপির বাঙ্গালপাড়া   এলাকায় বাল্য বিয়েটি বন্ধ করেন উপজেলা  সহকারী কমিশনার( ভূমি) স্নিগ্ধা দাস ।
জানা যায়,  উপজেলার সাধুরপাড়া চরগাজীর পাড়া  গ্রামের কিরমত আলীর ছেলের সাথে প্বার্শবর্তী  এলাকার মো. আবুল বাশরের নাবালিকা মেয়ের বিয়ে ঠিক হয়।
বিয়ের সকল প্রস্তুতি শেষে শুক্রবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়  বিয়ের বাড়িতে উপস্থিত হন এবং মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ের সকল কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করে দেন। এ সময় ১৮ বছরের আগে তাদের মেয়েকে  আর বিয়ে দেবেন না মর্মে ভ্রাম্যমাণ আদালতের  কাছে লিখিত অঙ্গীকার করেন ছাত্রীর বাবা  এবং এসময় বাল্যবিয়ে দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ  আদালত মেয়ের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
বার্তাকণ্ঠ /এন