
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলায় প্রশাসন !
রোববার (২৪ অক্টোবর) বিকাল সারে ৫ ঘটিকায় থেকে রাত ৮ ঘঠিকায় প্রযন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
উপজেলা ৩নং দেওরগাছ ইউনিয়নের আমতলী বাজার এলাকায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, চালক ও সহযাত্রীর হেলমেট না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় ৮টি মামলায় মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটরসাইকেল ও যানবাহন চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































