
কুবি প্রতিনিধি, কৌশিক আহমেদ ।।
কুমিল্লা ও সারাদেশে সাম্প্রদায়িক আচরণ ও সনাতন ধর্মাবলম্বীদের উপর ধর্মান্ধচক্র কতৃক ন্যাক্কারজনক হামলা ও নিপীড়নের বিরুদ্ধে মোমবাতি প্রজ্জলন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের মিজান-নাসির নেতৃত্বাধীন একাংশ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মিজান-নাসির পরিষদের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন।
বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি ড. মিজানুর রহমান বলেন, হিন্দুদের দুর্গা পূজা উৎসবের সময় যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের কারণে সারা দেশে হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলা করেছে। তাদের হামলা প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ও মোমবাতির প্রোজ্জ্বলন করেছি। বঙ্গবন্ধুর এই অস্প্রদায়িকতা দেশে যেন কেউ বিবাদ সৃষ্টি না করে দেশবাসিকে সচেতন ও হিন্দুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু একাংশ মিজান-নাসির পরিষদের অনন্য সদস্যরা।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































