
বিনোদন ডেস্ক ।।
যা কিছু রটে তার কিছু তো ঘটে। কিন্তু এবারে রটনার পুরোটাই ঘটাতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। আসছে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।
এরইমধ্যে তাদের পোশাক ডিজাইন করবেন কারা তাও নির্ধারণ হয়েছে। কলকাতার বাঙ্গালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ই তাদের বিয়ের পোশাকের সব কিছু ঠিক করবেন।
এদিকে গেল ১৮ অগস্ট গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছেন এই জুটি। সেই খবরটি গণমাধ্যমে আসতেই জানা যায়, জীবনের পরবর্তী ধাপের জন্যও প্রস্তুত তারা। সেই ধারাবাহিকতাতেই এ বছরের ডিসেম্বর গাঁটছাড়া বাঁধতে চলেছেন ভিকি-ক্যাটরিনা।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এই মুহূর্তে ক্যাটরিনার বিয়ের পোশাকে কোন ধরণের সূতা ব্যবহার হবে তা নিয়েই নাকি আলোচনা চলছে। ক্যাট অবশ্য তার মত জানিয়ে দিয়েছেন, বলেছেন লেহেঙ্গার জন্য সিল্ক সূতাই তার পছন্দ।
শুরু থেকেই সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ভিকি ও ক্যাটরিনা। একসঙ্গে বেড়াতে গেলেও নিজেদের ছবি আলাদা আলাদা পোষ্ট করতেন সামাজিক মাধ্যমে। সূত্র: এই সময়
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































