
যশোর প্রতিনিধি।।
সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলা মাদক চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আর তাই মাদকমুক্ত করার লক্ষ্যে যশোরের বিভিন্ন উপজেলাসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৯ অক্টোবর) -২০২১ রোজ শুক্রবার শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শার্শা থানার গোগা হতে সাতমাইলগামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে মর্জিনা(৫০), স্বামী – মৃত নূরু ইসলাম, গ্রাম- গাজীপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে তল্লাশি করে শরীরের ভিতর বিশেষভাবে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাকণ্ঠ /এন
নিজস্ব সংবাদদাতা 






































