
শাহাবুদ্দিন, কাহালু (বগুড়া) ।।
জাতীয় যুব দিবস উপলক্ষে সোমবার (০১ নভেম্বর) কাহালু উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
যুব দিবসের উল্লেখযোগ্য কর্মসূচী ছিলো ১৩ জন বেকার যুবক ও যুব মহিলার মাঝে সাড়ে ৮ লাখ টাকার ঋন প্রদান। এই ঋন নিয়ে যাতে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবেন। যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ।
নিজস্ব সংবাদদাতা 






































