রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলাক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিবর্তনে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী

আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলাক্ষিয়া ৯নং ওয়ার্ডের  ভোট কেন্দ্র পরিবর্তন ও অতিরিক্ত ভোট কেন্দ্র স্থাপনের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নূরগঞ্জ বাজারে   ঘণ্টাব্যাপী মানববন্ধনে  ইউনিয়নের জানকিপুরমির্ধাপাড়া, নতুনবাশকন্দা, পুরাতনবাশকান্দা, জানকিপুর ভাটিয়াপাড়ার ৫ শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন,  ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডে ভোট কেন্দ্রটি দারিয়াপাড়া হওয়া যা আমাদের ৪টি গ্রাম থেকে ৪/৫ কিলোমিটার দুরত্ত।   ভোট কেন্দ্রটি দূরে হওয়ায়   আমাদের ভিবিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর  একটি বিশেষ মহলের সমস্যার সম্মুখীন পরতে হয় । বর্তমানে কেন্দ্রটি একজন মেম্বার  প্রার্থীর বাড়ির  সংলগ্ন হওয়ায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোটাররা। এ অবস্থায় ৯নং ওয়ার্ডের  পূর্বের কেন্দ্রেটি  পরিবর্তন করে   জানকিপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে  ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। এছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)  ও নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন প্রদান করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
 বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলাক্ষিয়া ৯নং ওয়ার্ডের  ভোট কেন্দ্র পরিবর্তন ও অতিরিক্ত ভোট কেন্দ্র স্থাপনের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নূরগঞ্জ বাজারে   ঘণ্টাব্যাপী মানববন্ধনে  ইউনিয়নের জানকিপুরমির্ধাপাড়া, নতুনবাশকন্দা, পুরাতনবাশকান্দা, জানকিপুর ভাটিয়াপাড়ার ৫ শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন,  ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডে ভোট কেন্দ্রটি দারিয়াপাড়া হওয়া যা আমাদের ৪টি গ্রাম থেকে ৪/৫ কিলোমিটার দুরত্ত।   ভোট কেন্দ্রটি দূরে হওয়ায়   আমাদের ভিবিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর  একটি বিশেষ মহলের সমস্যার সম্মুখীন পরতে হয় । বর্তমানে কেন্দ্রটি একজন মেম্বার  প্রার্থীর বাড়ির  সংলগ্ন হওয়ায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোটাররা। এ অবস্থায় ৯নং ওয়ার্ডের  পূর্বের কেন্দ্রেটি  পরিবর্তন করে   জানকিপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে  ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। এছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)  ও নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন প্রদান করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
 বার্তাকণ্ঠ/এন