বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার 

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
বিগঞ্জের শায়েস্তাগঞ্জ অলীপুর সিরাজি মার্কেটের সামনে থেকে ডিস্কোভার ১০০ সিসি নীল রঙের একটি মোটর সাইকেল ও চোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর)  দুপুরে আটককৃত চোরকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়!
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ  অজয় চন্দ্র দেব এর  নেতৃত্বে এএসআই লিটন চন্দ্র পাল, কনস্টেবল আবুল হোসেন, কনস্টেবল মোঃ বোরহান উদ্দিন সহকারে গত  রাত ০২ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের ১১ নং ব্রাহ্মণডোরা ইউনিয়নস্থ অলিপুর সাকিনস্থ স্কয়ার কোম্পানীর ০২ নং গেইটের পাশে সিরাজী মার্কেটের সামন হইতে চোরাইকৃত একটি নীল রংয়ের ১০০ সিসির ডিসকভার মোটরসাইকেলম , মূল্য অনুমান ৮০,০০০/- (আশি হাজার) উদ্ধার করা হয়।
পেশাদার মোটরসাইকেল চোর মোঃ কামাল হোসেন  বাচ্চু মিয়া (২৫), পিতা-খোরশেদ আলী, মাতা-রেজিয়া খাতুন, সাং-ময়ালাকান্দি (রাইদুন), গোহালাকান্দা ইউনিয়ন, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয়।
চোরাই মোটরসাইকেল উদ্ধার সংক্রান্তে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মোটর সাইকেল উদ্ধার ও  চোর আটকের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
তিনি জানান চুরি ডাকাতি জুয়া মাদক এর বিরুদ্ধে পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।
 বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে: উপদেষ্টা ফরিদা

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার 

প্রকাশের সময় : ০৬:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
বিগঞ্জের শায়েস্তাগঞ্জ অলীপুর সিরাজি মার্কেটের সামনে থেকে ডিস্কোভার ১০০ সিসি নীল রঙের একটি মোটর সাইকেল ও চোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর)  দুপুরে আটককৃত চোরকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়!
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ  অজয় চন্দ্র দেব এর  নেতৃত্বে এএসআই লিটন চন্দ্র পাল, কনস্টেবল আবুল হোসেন, কনস্টেবল মোঃ বোরহান উদ্দিন সহকারে গত  রাত ০২ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের ১১ নং ব্রাহ্মণডোরা ইউনিয়নস্থ অলিপুর সাকিনস্থ স্কয়ার কোম্পানীর ০২ নং গেইটের পাশে সিরাজী মার্কেটের সামন হইতে চোরাইকৃত একটি নীল রংয়ের ১০০ সিসির ডিসকভার মোটরসাইকেলম , মূল্য অনুমান ৮০,০০০/- (আশি হাজার) উদ্ধার করা হয়।
পেশাদার মোটরসাইকেল চোর মোঃ কামাল হোসেন  বাচ্চু মিয়া (২৫), পিতা-খোরশেদ আলী, মাতা-রেজিয়া খাতুন, সাং-ময়ালাকান্দি (রাইদুন), গোহালাকান্দা ইউনিয়ন, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয়।
চোরাই মোটরসাইকেল উদ্ধার সংক্রান্তে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মোটর সাইকেল উদ্ধার ও  চোর আটকের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
তিনি জানান চুরি ডাকাতি জুয়া মাদক এর বিরুদ্ধে পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।
 বার্তাকণ্ঠ/এন