
বিনোদন ডেস্ক ।।
আজ (৩ নভেম্বর) টালিউডের লাস্যময়ী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন। তার ভক্তরা তাকে সকাল থেকেই উইশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন শুভশ্রী।
আলোর উৎসবে ওয়েস্টার্ন পোশাকে খোলা চুলে ধরা দিয়েছিলেন এই সুন্দরী। বন্ধুদের সঙ্গে মঙ্গলবার (২ অক্টবর) কেক কেটে জন্মদিনের আগেই আগাম উৎসব শুরু করে দিয়েছেন এ অভিনেত্রী।
দুপুরে বন্ধুদের সঙ্গে ভূরিভোজ, রাতে কেটকাটা। বন্ধু ছাড়াও শুভশ্রীর মেকাপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার এবং ম্যানেজারও ছিলেন আগাম পার্টিতে। নেচে গেয়ে উপভোগ করতে দেখা যায় তাদের। শুভশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই মুহূর্তের ছবি ও ভিডিও। সব মিলিয়ে উৎসবের মেজাজে আছেন তিনি।
মঙ্গলবার (২ অক্টোবর) ছিল ধনতেরাস। প্রতি বছরের মতো এবারের উৎসব সেরেছেন সোনার গহনা কিনে। এই রীতি আন্তরিকভাবে মানেন এই অভিনেত্রী।
জন্মদিনের দিন কী করবেন এবং স্বামী রাজ চক্রবর্তী তার জন্য কী সারপ্রাইজ দিতে চলেছেন এসব যানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ শুভশ্রীর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা’। সেই পোস্টে ভক্ত অনুরাগীরা ছাড়াও কমেন্ট করেছেন অভিনয় জগতের অনেক তারকারা।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































