
শহিদ শেখ , মুন্সীগঞ্জ প্রতিনিধি ।।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গনসংযোগ করেছে চেয়ারম্যান প্রার্থী নেছারউল্লাহ সুজন। ৩ নভেম্বর বেলা ১১টায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ফুলকুচি গ্রামের নেতা- কর্মীদের সাথে নিয়ে সর্বস্তরের মানুষে কাছে দোয়া ও ভোট চান। এসময় তার সাথে ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এম মাহাবুব উল্লাহ কিসমত, সাধারন সম্পাদক কোলাপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ শ্রী গোপি নাথ দাস, শ্রীনগর উপজেলা কৃষক লীগ সভাপতি হাজি আঃ রহিম, সাবেক অর্থ বিসয়ক সম্পাদক সাইদুল ইসলাম শ্যামল, শ্রীনগর উপজেলা যুবলীগ সদস্য সাজিদুল আলম ওপেল, কোলাপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাহা হোসেন, সহ সভাপতি হাসেম হাওলাদার, জাকির হোসেন, আজিম খান, বাবুল শেখ, মাখন মন্ডল, মাহাবুব, নুরববী অন্তু প্রমুখ।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































