
শাহাবুদ্দিন, কাহালু (বগুড়া) ।।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে কাহালু ফায়ার সার্ভিস স্টেশনে ” মুজিববর্ষে শপথ করি দুর্যোগে জীবন- সম্পদ রক্ষা করি” স্লোগান কে সামনে রেখে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ – ২০২১ শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাহালু থানার ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যার হাউস ইনস্পেক্টর মোঃ রুবেল রানা। অনুষ্ঠানে নতুন এ্যাম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন করেন। এই এ্যাম্বুলেন্স সার্ভিস মাধ্যমে সকল প্রকার অসুস্থ্য রোগী সরকারি নিধারিত মূলে ভাড়া দিয়ে সেবা প্রদান,তবে যে কোন ধরনের দূঘর্টনাজনিত রোগী সেবা ফ্রী প্রদান করা হয়।
এসময় উপস্হিত ছিলেন, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আল- হাসান সুরুজ, কাহালু থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আমবার হোসেন,কাহালু উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ময়নুল হক, কাহালু থানা কমিউনিটিং পুলিশের সভাপতি সিনিয়র সাংবাদিক আবু ছালেক তোতা, কাহালু প্রেসক্লাবের সভাপতি মোঃ মুনসুর রহমান তানসেন, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদদীন প্রমূখ।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 






































