
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ ( জামালপুর) ।।
সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে বিনামূল্য রাসায়নিক সার ও বীজ বিতরণের কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
জামালপুরের বকশীগঞ্জ রবি মৌসুমের (২০২১-২২ অর্থবছর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম,ভূট্টা,সরিষা,চিনাবাদাম, শীতকালীন পেয়াজ মূগ ও মসুর সহ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৪ অক্টোবর ) সকালে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে , বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরল আমিন ফুরকান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগী কৃষক ।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সংরক্ষন কর্মকর্তা আনোয়ার হোসেন ।
বকশীগঞ্জ কৃষি অফিসার আলমগীর আজাদ আরো জানান-এ কর্মসূচির আওতায় ৪৫০০ জন কৃষককে সরিষা ১ কেজি, গম ২০ কেজি, মসুর ৫ কেজি, মুগ ডাল ৫ কেজি, ১ কেজি পেঁয়াজ, চিনাবাদাম ১০ কেজি, বীজ দেওয়া হয়।, ডিএপি ১০কেজি এমওপি সার ১০কেজি করে প্রদান করা হয়।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































