মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শরণখােলায় সেনাবাহিনীর ফ্রি স্বাস্থ্যসেবা 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শরণখােলায় সেনাবাহিনীর উদ্যােগে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

নাজমুল ইসলাম, শরণখােলা (বাগেরহাট)।।
ঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শরণখােলায় সেনাবাহিনীর উদ্যােগে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ ব্রিগেডের ৪৩ বীর ও বরিশাল সিএমএইচর সহযাগীতায় বৃহস্পতিবার দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়ােজন করে।
৪৩ বীরের কােম্পানী অধিনায়ক ক্যাপ্টন শাকিল আহম্মেদ জানান, বরিশাল সিএমএইচের চিকিৎসক মেজর রুবিনা ইয়াসমীন এবং ক্যাপ্টেন হাবিবুর রহমান অসহায় ও দরিদ্র রােগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষদপত্র প্রদান করেন। এসময় সিএমএইচ বরিশালের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম বেলাল উদ্দিন এমফিল এমপিএইচ, শরণখােলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগর সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হােসেন মুক্তা মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। এর আগে তারা জেলার হাসপাতাল গুলােতে বিতরনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মােঃ হাবিবুর রহমানের কাছে ৪০টি বিপি মেশিন ও স্টেথিসকোপ ২৭টি লেবুলাইজার, ৪০ টি পালস অক্সিমিটার, ১৩টি ডায়াগনস্টিক সেট, ২০টি ওজন মাপা মেশিন, ২৮টি টর্চ লাইট ও ২৭টি থামাের্মিটার তুলে দেয়া হয়।
 বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শরণখােলায় সেনাবাহিনীর ফ্রি স্বাস্থ্যসেবা 

প্রকাশের সময় : ০৫:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
নাজমুল ইসলাম, শরণখােলা (বাগেরহাট)।।
ঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শরণখােলায় সেনাবাহিনীর উদ্যােগে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ ব্রিগেডের ৪৩ বীর ও বরিশাল সিএমএইচর সহযাগীতায় বৃহস্পতিবার দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়ােজন করে।
৪৩ বীরের কােম্পানী অধিনায়ক ক্যাপ্টন শাকিল আহম্মেদ জানান, বরিশাল সিএমএইচের চিকিৎসক মেজর রুবিনা ইয়াসমীন এবং ক্যাপ্টেন হাবিবুর রহমান অসহায় ও দরিদ্র রােগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষদপত্র প্রদান করেন। এসময় সিএমএইচ বরিশালের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম বেলাল উদ্দিন এমফিল এমপিএইচ, শরণখােলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগর সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হােসেন মুক্তা মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। এর আগে তারা জেলার হাসপাতাল গুলােতে বিতরনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মােঃ হাবিবুর রহমানের কাছে ৪০টি বিপি মেশিন ও স্টেথিসকোপ ২৭টি লেবুলাইজার, ৪০ টি পালস অক্সিমিটার, ১৩টি ডায়াগনস্টিক সেট, ২০টি ওজন মাপা মেশিন, ২৮টি টর্চ লাইট ও ২৭টি থামাের্মিটার তুলে দেয়া হয়।
 বার্তাকণ্ঠ/এন