
আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা বেগম, চন্দ্রবাজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,ফারাজি পাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকি, , সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।জানাগেছে, ৬৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































