
মীর দুলাল, হবিগঞ্জ।।
হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাষ্টার প্যারেডে সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয় সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার বাহুবল সার্কেল আবুল খয়ের!
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন।
জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন
পুলিশ সুপার এস এম মুরাদ আলি!
উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক,আরওআই, আরআই পুলিশ লাইন্স, হবিগঞ্জসহ জেলার সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সবৃন্দ।
বার্তাকণ্ঠ /এন
নিজস্ব সংবাদদাতা 





































