
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বোন ফাতেমা বেগমকে হত্যার দায়ে ভাই রিপন মোল্লাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
আজ সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্লার ছেলে।
মামলার বিররণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ২৫ নভেম্বর বিকেলে নড়াইলের কালিনগর গ্রামে নলিয়া নদীর পাড়ে কাপড় পরিষ্কার করার সময় ফাতেমাকে রিপন পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর বাঁশের লাঠি দিয়ে ফাতেমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পানিতে চুবিয়ে হত্যা করে রিপন। একপর্যায়ে রিপন তার বোনের মরদেহ পানির নিচে কাঁদায় পুতে রাখে।
এ মামলার আসামি রিপনের ছেলে রাশেদ ঘটনাটি দেখে পরিবারকে জানায়। এরপর পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে।
প্রায় তিন বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ রিপনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































