
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দর রউফ তালুকদার । আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস , বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী,উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, আনসার ভিডিপির কর্মকর্তা মিজানুর রহমান, বকশীগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ- বাল্যবিয়ে, মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































