
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মান কাজ পরিদর্শন করেন মাননীয় জেলা প্রশাসক ইশরাত জাহান।
বুধবার (১৭ ই নভেম্বর) ২১ ইং দুপুর সারে ১২ ঘঠিকায় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশারাত জাহান কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে নির্মান কাজের মান উন্নত রাখার নির্দেশ প্রদান করেন।
পরির্দশনে ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি বিজেন ব্যনার্জি,রোটারায়ান এডভোকেট শাহ ফখরুজ্জামান,ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ আচাজ্য প্রমুখ।
জেলা প্রশাসক সৌন্দর্য বর্ধনে এবং কাজের গুনগত মান ভালো করার জন্য নির্দেশ প্রদান করেন।
বার্তাকণ্ঠ /এন
নিজস্ব সংবাদদাতা 

























