
বিনোদন ডেস্ক ।।
বলিউডের আলোচিত তারকা জুটি সাইফ আলী খান ও রানী মুখার্জি। ক্যারিয়ারে অনেক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। এর মধ্যে অন্যতম ‘হাম তুম’ সিনেমা। ২০০৪ সালে মুক্তি পায় এটি। এর সূচনা সংগীতে রানী-সাইফের চুম্বন দৃশ্যে রয়েছে। কিন্তু এই চুম্বন দৃশ্যে অভিনয় করা মোটেও সহজ ছিল না তাদের জন্য। বিশেষ করে ঘোর অনীহা ছিল রানীর। দীর্ঘ ১৭ বছর পর সেই গল্প বললেন পর্দার এই প্রেমিক জুটি।
চুম্বন দৃশ্যের শুটিং যেদিন ছিল সেদিন একই গাড়িতে সেটে যান রানী-সাইফ। এদিন সকালে সেটে যাওয়ার সময়ে কুশল বিনিময় ও নানা বিষয়ে সাইফের সঙ্গে কথা বলতে থাকেন রানী মুখার্জি। খানিক পরেই আসল বিষয়ের অবতারণা করেন রানী।
আড্ডা চলাকালে হেসে লুটোপুটি খান সাইফ-রানী। এ সময় সাইফ বলেন, ‘পরে আমরা যে চুমু খেলাম, তা ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে খারাপ।’ রানীর দাবি ..আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম।’ সাইফ বলেন, ‘তুমি অস্বস্তিতে ছিলে বলে আমারও অস্বস্তি হচ্ছিল।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































