শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদাকে মুক্তি না দিলে সংসদ থেকে বিএনপির এমপিদের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা ব্যুরো ।।
খালেদা জিয়াকে মুক্তি না দিলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন বিএনপির কয়েকজন সংসদ সদস্য। রবিবার খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানববন্ধনে এ কথা বলেন বিএনপির সংসদ সদস্যরা।
এ সময় তারা বলেন, খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। বিএনপি চেয়ারপার্সনের কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন দলের সংসদ সদস্যরা।
মানববন্ধনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, আমাদের সংসদ থেকে বের হয়ে যেতে বাধ্য করবেন না। আমি আগেও বলেছি, আমাদের ন্যায্য দাবি যদি মেনে না নেয়া হোক। তা না হলে আমরা সংসদ থেকে বের হবো কি না, সে বিষয়ে ভাববো।
তিনি আরও বলেন, সেদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, তাতে স্পষ্ট বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। ৪০১ ধারার সঠিক প্রয়োগ করলে আগেই খালেদা জিয়া মুক্তি পেতেন। বেগম খালেদা জিয়া মুক্তি পেলে নতুন উদ্দীপনা তৈরি হবে, তা দমনের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না।
 বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

খালেদাকে মুক্তি না দিলে সংসদ থেকে বিএনপির এমপিদের পদত্যাগের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৩:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
ঢাকা ব্যুরো ।।
খালেদা জিয়াকে মুক্তি না দিলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন বিএনপির কয়েকজন সংসদ সদস্য। রবিবার খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানববন্ধনে এ কথা বলেন বিএনপির সংসদ সদস্যরা।
এ সময় তারা বলেন, খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। বিএনপি চেয়ারপার্সনের কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন দলের সংসদ সদস্যরা।
মানববন্ধনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, আমাদের সংসদ থেকে বের হয়ে যেতে বাধ্য করবেন না। আমি আগেও বলেছি, আমাদের ন্যায্য দাবি যদি মেনে না নেয়া হোক। তা না হলে আমরা সংসদ থেকে বের হবো কি না, সে বিষয়ে ভাববো।
তিনি আরও বলেন, সেদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, তাতে স্পষ্ট বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। ৪০১ ধারার সঠিক প্রয়োগ করলে আগেই খালেদা জিয়া মুক্তি পেতেন। বেগম খালেদা জিয়া মুক্তি পেলে নতুন উদ্দীপনা তৈরি হবে, তা দমনের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না।
 বার্তাকণ্ঠ/এন