
শহিদ জয়, যশোর ।।
গত ৫দিন যাবত অসুস্হ্য হয়ে যশোর রেলস্টেশনে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় অসুস্থ এক বয়োবৃদ্ধকে (৭০) র্যাব যশোর উদ্বার করেছে।গত ৫দিন রাতের আঁধারে তাকে ফেলে রেখে যায়, স্বজনরা।স্হানীয়রা কথা বলতে চেষ্টা করলেও বৃদ্ধ কিছুই বলতে পারছেন না। সামান্য খাবার কিনে দিলে কোনোভাবে খেতে পারেন। বৃদ্ধের নাম-ঠিকানা জানা যায়নি। শরীরে পচন ধরেছে। মল-মূত্র ত্যাগ করে গায়ে মাখিয়ে ফেলেছেন। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ‘মৃত্যুর জন্য অপেক্ষা করা’এই বৃদ্ধের অবস্থা দেখে স্থানীয়রা র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প’কে বিষয়টি অবহিত করলে রাত সাড়ে ১২টার দিকে র্যাব সদস্যর টহল দল উক্ত স্থান থেকে অসহায় বৃদ্ধকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি এবং সু-চিকিৎসার ব্যবস্থা করেন।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 







































