
চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা হাসপাতালে কোহিনুর আক্তার নামে এক নারীর মরদেহ রেখে পালিয়েছেন তার স্বামী ও শাশুড়ি।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শোয়েব আহম্মদ চিশতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোহিনুরকে নিয়ে আসে তার স্বামী নজরুল ইসলাম ও শাশুড়ি। তার মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে তারা উধাও হয়ে যান। পরে খবর পেয়ে হাসপাতালে আসেন কোহিনুরের স্বজনরা।
কোহিনুর হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া সর্দারবাড়ির নজরুল ইসলামের স্ত্রী। এবং উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, কোহিনুরের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































