মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে মাধ্যমিক স্কুলে ভর্তি শুরু

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট ।।

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে শুরু হবে। এদিন বেলা ১১টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আগামী ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ১১০ টাকা।

জানা গেছে, করোনার কারণে মাধ্যমিকে এবারো লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলে ভর্তি লটারি হবে ১৯ ডিসেম্বর। ইতোমধ্যে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া তুলে ধরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, করোনার কারণে এবার স্কুল থেকে ভর্তির ফরম বিতরণ করা হবে না। কেবলমাত্র (http://gsa.teletalk.com.bd) তে আবেদন করা যাবে।

মাউশি আরো জানিয়েছে, এ বছর প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ছয় বছর হতে হবে। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির আলোকে এই বয়স নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

গ্রিনল্যান্ড নিয়ে বিরোধ: ফের ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরুর শঙ্কা

আজ থেকে মাধ্যমিক স্কুলে ভর্তি শুরু

প্রকাশের সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

ডেস্ক রিপোর্ট ।।

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে শুরু হবে। এদিন বেলা ১১টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আগামী ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ১১০ টাকা।

জানা গেছে, করোনার কারণে মাধ্যমিকে এবারো লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলে ভর্তি লটারি হবে ১৯ ডিসেম্বর। ইতোমধ্যে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া তুলে ধরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, করোনার কারণে এবার স্কুল থেকে ভর্তির ফরম বিতরণ করা হবে না। কেবলমাত্র (http://gsa.teletalk.com.bd) তে আবেদন করা যাবে।

মাউশি আরো জানিয়েছে, এ বছর প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ছয় বছর হতে হবে। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির আলোকে এই বয়স নির্ধারণ করা হয়েছে।